DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাজুমের মুক্তির জন্য জান্তার সাথে মার্কিন কূটনীতিকের আলোচনা

Ellias Hossain
আগস্ট ৮, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাজুমের মুক্তির জন্য জান্তার সাথে মার্কিন কূটনীতিকের আলোচনা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের মুক্তি এবং গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের জন্য সামরিক জান্তার নেতাদের সাথে আলোচনায় বসেছেন মার্কিন কূটনীতিক। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র-আল-জাজিরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র অভ্যুত্থান নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং বাজউমকে পুনর্বহাল করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

সামরিক জান্তার সঙ্গে আলোচনা করা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড সোমবার বলেন, নাইজারের রাজধানী নিয়ামেতে সামরিক নেতা মুসা সালাউ বারমু এবং তাঁর তিন কর্নেলের সঙ্গে খোলাখুলি এবং শক্ত আলোচনা করেছি। ২৬ জুলাই অভ্যুত্থানের পর এটি ছিল দেশটিতে কোনো মার্কিন কর্মকর্তার প্রথম সফর।

নুল্যান্ড বলেন, সামরিক সরকারের স্বঘোষিত প্রধান বাজউম এবং আব্দুরহমানে তচিয়ানির সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল। পরে সাংবাদিকদের সঙ্গে টেলিফোন ব্রিফিংয়ে তিনি সামরিক নেতাদের সঙ্গে তাঁর আলোচনা মূল্যায়নের প্রস্তাব দেন।

মার্কিন কূটনীতিক বলেন, তারা কীভাবে এগিয়ে যেতে চায় সে সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিতে বেশ দৃঢ় এবং এটি নাইজারের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নুল্যান্ড বলেন, যদি অভ্যুত্থানের নেতারা নাইজারের সাংবিধানিক আদেশে ফিরে যেতে ইচ্ছুক হন, তাহলে যুক্তরাষ্ট্র এতে সহায়তা করতে প্রস্তুত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০