শিরোনাম:
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৮:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১১৬৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এ তথ্য জানান।
জানা যায়, সকালে রেলস্টেশন এলাকায় অজ্ঞাত ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। সে সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



















