DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পিটার হাসের বাসায় আ.লীগ, বিএনপি ও জাপার নেতারা

Ellias Hossain
আগস্ট ১৩, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

পিটার হাসের বাসায় আ.লীগ, বিএনপি ও জাপার নেতারা

স্টাফ রিপোর্টারঃ

ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। আজ রোববার (১৩আগষ্ট) দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন, দলটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, নাহিম রাজ্জাক ও তামান্না নুসরাত বুবলী।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জাতীয় পার্টির প্রতিনিধিদলে ছিলেন, শেরিফা কাদের এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি ও নাজমা আকতার এমপি।

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) এড কেইস এবং জর্জিয়ার কংগ্রেসম্যান (রিপাবলিকান) রিচার্ড ম্যাকরমিক বৈঠকে উপস্থিত ছিলেন।

আইনের মাধ্যমে সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে বলে উল্লেখ করে আওয়ামী লীগ বলেন, সামনের অধিবেশনে আরেকটা আইন আসবে। সেখানে নির্বাচনকালে বিশৃঙ্খলা করা, সাংবাদিকদের বাধা দিলে শাস্তির বিধান রাখা হবে।

আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধান রাখা সম্ভব নয় উল্লেখ করে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তাঁদের আসার জন্য আমন্ত্রণ জানান। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

 

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করার কথা উল্লেখ করেন।

 

জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল এমপি বলেন, ওনারা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বহির্বিশ্ব যেন বলতে পারে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এমন নির্বাচন হওয়া উচিত।

 

বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের বিষয়টি উল্লেখ করে কংগ্রেসম্যান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যেন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে সেটা চায় আমেরিকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০