DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতের আগুনে পুড়লো দিনমজুরের বাড়ি

Astha Desk
আগস্ট ২৩, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যরাতের আগুনে পুড়লো দিনমজুরের বাড়ি

 

নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ

ঘরের আসবা পত্র, পরনের পোশাক, ছেলে-মেয়ের পড়ার বই, ৩টি ঘর, ১ টি গরু ও মুরগি পুরে যাওয়ায় নির্বাক হয়ে পোড়াবাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছেন ফারুক হোসেন। চোখে মুখে যেন হতাশার ছাপ।

খানসামায় মধ্যরাতের আগুনে সবকিছু পুড়ে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের ডাক্তারপাড়ার মৃত আক্তার আলীর ছেলে মোঃ ফারুক হোসেন। মধ্যরাতের আগুনে সবকিছু পুড়ে নিঃস্ব করে দিয়েছে তাকে।

গতকাল মধ্য রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সন্তান সন্তুষ্টি ও মা’কে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎ মধ্য রাতের আগুন পুড়ে দিল তার সবকিছুকে।

 

ভুক্তভোগী ফারুক হোসেন বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি। যা ছিল সব পুড়ে গেছে। আমি দিন এনে দিন খাই। এখন যে কি হবে? আল্লাহই ভাল জানেন। আগুন আমাদের সর্বনাশ করে ফেলেছে।

অগ্নিকান্ডের বিষয়ে কথা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তার কিছুই নেই। আগুন তাকে নিঃস্ব করে দিয়েছে। অগ্নিকান্ডে অন্তত
তার ৪ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাকে সাধ্যমত সহায়তা করেছি।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর দায়ত্বিপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে যাই । কিন্তু আমরা আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত।

অগ্নিকান্ডের বিষয়টি জানতে পেরে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ হাসান ঘটনা স্থল
পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক নগত
অর্থ প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮