DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবিতে নির্মাণাধীন ভবণ থেকে পড়ে নিহত-২

Astha Desk
আগস্ট ২৫, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

পাবিপ্রবিতে নির্মাণাধীন ভবণ থেকে পড়ে নিহত-২

 

পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল হলে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রাজশাহীর জেলার গোদাগাড়ি উপজেলার বিগ্রামঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাগানপাড়া উপজেলার চরবাসুদেরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে তুহিন হোসেন (২৫)। আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার চরঅনুপনগর পশ্চিমপাড়ার নয়ন আলীর ছেলে রবিউল আওয়াল (৩০)।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানা যায়, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে শ্রমিকেরা রশি বেধে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে রশি ছিঁড়ে পড়ে ৩ জন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়। অবস্থায় তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জন মারা যান। আহত একজন রামেকে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, আহত তিন নির্মাণশ্রমিককে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ১ জন মারা যায়। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১