জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানত ও ফিরোজকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে দু’টি পৃথক অভিযানে ক্ষেতলাল এলাকা থেকে আমানত ও পাঁচবিবি এলাকা থেকে ফিরোজকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সদর উপজেলার ধলাহার গ্রামের ছাইম উদ্দিনের ছেলে আমানত (৬০) ও পাঁচবিবি উপজেলার নাকুরিয়া গ্রামের সামস উদ্দিনের ছেলে ফিরোজ (৩৭)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আমানত ও ফিরোজকে ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রাম থেকে ৪৮০ বােতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ গ্রেফতার করে র্যাব।
এ ঘটনায় র্যাব বাদী হয় জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে তারা জামিন নিয়ে পালিয়ে ছিলেন।
এদিকে, ২০২৩ সালের ২৯ আগস্ট জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর দুইজনকে গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।