রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ যথাসময়ে শেষ হবে-লাভরভ
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে পশ্চিমারা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছে, যা হিতে বিপরীত হতে পারে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকাসহ পশ্চিমারা চীনকে প্রতিহত করা এবং রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকায় সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এসব কথা বলেন।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়ার স্থানীয় মুদ্রার বিনিময় সম্পর্কে চিন্তা ভাবনা চলছে উল্লেখ করে লাভরভ বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে, সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি। রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়া বাংলাদেশের পাশে আছে।
বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে লাভরভ বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পর বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে এ সময় দ্বিপক্ষীয় নানা ইস্যুতেও আলোচনা হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর।