ধামইরহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার শীর্ষক” প্রতিপাদ্যকে সামনে রেখে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, একাডেমিক সুপারভাইজার ও স্বাগত বক্তা কাজল কুমার সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার দেবনাথ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।