DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মেয়ের জন্য প্রশ্নপত্র কিনে আটক শিক্ষিকা মা

Astha Desk
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মেয়ের জন্য প্রশ্নপত্র কিনে আটক শিক্ষিকা মা

আস্থা ডেস্কঃ

বিগত ১০ বছর ধরে প্রশ্নপত্র ফাঁসের দায়ে এ পর্যন্ত ১৭ জন চিকিৎসককে আটক করেছে
সিআইডি। সর্বশেষ আটক হলো মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষিকা মাকসুদা মালা। একই অভিযোগে আটক করা হয়েছে ঢাকার থ্রি ডক্টরস কোচিংয়ের পরিচালক ডা. বশিরুল হকসহ বিভিন্ন সরকারি মেডিকেল থেকে পাস করা আরও ৫ চিকিৎসক।

গত মঙ্গলবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকা থেকে শিক্ষিকা মাকসুদাসহ সাত চিকিৎসককে আটক করে সিআইডি। হলো, ডাক্তার অনিমেষ কুমার কুণ্ডু, ডাক্তার জাকিয়া ফারইভা ইভানা, ডাক্তার সাবরিনা নুসরাত রেজা টুসী, ডাক্তার জাকারিয়া আশরাফ, ডাক্তার মৈত্রী সাহা। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গত ২০ জুলাই মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে করা মামলায় আসামিদের আটক দেখানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের জুলাইয়ে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রকাশিত হলে এই চক্রের মূল হোতা জসীম উদ্দিন মুন্নুসহ ৩৫ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ১৯ জনই চিকিৎসক। এ ছাড়া গত ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ১২ চিকিৎসকসহ ১৭ জনকে আটক করে সিআইডি। এদের মধ্যে ১০ জন মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্ত সূত্র জানায়, আটককৃতদের কাছে থেকে মেডিকেল প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্য এবং মেডিকেলে অসাধু উপায়ে ভর্তি হওয়া কয়েক হাজার শিক্ষার্থীর নাম পাওয়া গেছে। এ ছাড়া চক্রের হোতা জসীম উদ্দিনের কাছে থেকে উদ্ধার হওয়া গোপন ডায়েরি থেকেও সারাদেশে ছড়িয়ে থাকা তার সহযোগীদের নাম পাওয়া যায়।

তদন্ত সূত্র জানায়, শিক্ষিকা মাকসুদা আক্তার মালা ২০১৫ সালে নিজের মেয়ে ইকরা বিনতে বাশারসহ আরও সাত শিক্ষার্থীকে ফাঁসকরা প্রশ্নপত্রের মাধ্যমে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। এর মাধ্যমে কয়েক কোটি টাকা কামিয়ে নেন তিনি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যমের প্রভাতি শাখার সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি মাকসুদা।

আরো পড়ুন :  জঙ্গি দমনের নামে কি বাংলাদেশকেও টার্গেট করছে ভারত?

আটকের পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মালাকে সাময়িক বরখাস্তের করা হয়েছে। মাকসুদা মালার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। চাকরিতে নিয়োগের শর্তাবলি ভঙ্গের কারণে গতকাল মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত কার্যকরের হয়েছে। মাকসুদার মেয়ে ইকরা বর্তমানে দেশের বাইরে আছেন।

থ্রি ডক্টরস কোচিং সেন্টারের পরিচালক ডাক্তার বশিরুল হক দীর্ঘদিন প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত। প্রশ্ন ফাঁসের মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি করিয়েছেন। এর আগে আটক একাধিক আসামি জবানবন্দিতে ডাক্তার বশিরের নাম বলেছে। এ ছাড়া প্রশ্ন ফাঁস চক্রের হোতা জসীমের গোপন ডায়েরিতেও ডাক্তার বশিরের নাম রয়েছে।

অভিযানে আটককৃতরা হলো, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৬৬ ব্যাচের শিক্ষার্থী বর্তমানে বিসিএস স্বাস্থ্য কর্মকতা (বর্তমান ঢামেক হাসপাতালের মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত) ডাক্তার অনিমেষ কুণ্ডু।

তাঁর মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে ২০১৫-১৬ সেশনে ডাক্তার সাবরিনা রেজা টুসী রংপুর মেডিকেল এবং ডাক্তার মৈত্রী সাহা ও ডাক্তার জাকারিয়া আশরাফ ঢামেকে ভর্তির সুযোগ পান। ওই সেশনে ডাক্তার অনিমেষ মোট ১০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। এদের মধ্যে টুসী, মৈত্রী ও জাকারিয়াসহ ৮ জন বিভিন্ন মেডিকেলে ভর্তির সুযোগ পান। পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীদের বাসায় গিয়ে ফাঁসকৃত প্রশ্নপত্র পড়াতেন ডাক্তার অনিমেষ। শিক্ষার্থীদের প্রত্যেকের সঙ্গে ১০ লাখ টাকা করে চুক্তি ছিল তাঁর। ভর্তির জন্য ডাক্তার অনিমেষ জামানত হিসেবে চেকও রেখেছিলেন।

ঢামেকের কে-৬৪ ব্যাচের শিক্ষার্থী ডাক্তার জাকিয়া ফারইভা ইভানা। তিনি ২০০৬-০৭ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধায় ৬০তম স্থান অর্জন করেন। মেডিকেল প্রশ্ন ফাঁস চক্রে জড়িত চিকিৎসকদের মধ্যে অন্যতম হোতা ডাক্তার ময়েজ উদ্দিন আহমেদ প্রধানের কাছ থেকে প্রশ্ন নিয়ে মেডিকেলে ভর্তি হন। ডাক্তার ময়েজকে আগেই আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮