রাজধানীর মোহাম্মদপুরে আগুন পুড়ছে কৃষি মার্কেট, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী ও বিজিবি, বিমান বাহিনী, পুলিশ
আস্থা ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুর আগুনে পুড়ছে কৃষি
মার্কেট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী ও বিজিবি, বিমান বাহিনী, পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি), বিমান বাহিনী, পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও বিজিবি সদর দপ্তর থেকে আলাদা আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ভোর পৌনে ৪টার দিকে কৃষি মার্কেটের কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর যুক্ত হয় আরও দুটি ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৭ ইউনিট।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো সে ব্যাপারেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট সার্কেট থেকে আগুনের সূত্রাপাত হতে পাবে।
এ দিকে উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ভোর থেকেই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।