DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে এক রশিতে মা-মেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার

Astha Desk
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

আত্রাইয়ে এক রশিতে মা-মেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার

 

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার আত্রাইয় উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত সাবিনা বিবি ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এবং তার মেয়ে আফরুজা বেগম (৮)। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাবিনা বিবির ভাবী ফিরোজা বিবি বলেন, গত বুধবার ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিবেশী আবুল হোসেনের স্ত্রী রেখা বিবির সঙ্গে ঝগড়ার জের ধরে সাবিনাকে মারধর করেন রেখা বিবি। পরে স্থানীয়রা আহত অবস্থায় আত্রাই হাসপাতালে ভর্তি করেন সাবিনাকে। পর দিন শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তিনি।

রাতে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বৈঠকে বিষয়টি মীমাংসা করে দেন। শনিবার সকালে তার স্বামী আরিফুল ভ্যান নিয়ে বের হন। আরিফুল বাড়িতে এসে ঘরের আড়ায় এক রশিতে মা-মেয়ের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ মা-মেয়ের লাশ উদ্ধার করে।

প্রতিবেশী রেখা বলেন, সাবিনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব হয়েছিল, তা রাতে মীমাংসা হয়েছে। সাবিনার মৃত্যু ব্যাপারে আমাদের কিছু জানা নেই। তারা আমাদের ওপর অন্যায়ভাবে দোষ চাপাচ্ছে।

ইউপি সদস্য রুহুল আমিন জানান, প্রতিবেশীর সঙ্গে মারপিটের ঘটনাটি আমরা স্থানীয়ভাবে সমাধান করে দিয়েছিলাম। কিন্তু সকাল ৯টার দিকে জানতে পারি, সাবিনা ও তার মেয়ে মারা গেছেন। তবে তারা আত্মহত্যা করেছে নাকি কেউ তাদের হত্যা করেছে এটা আমরা বলতে পারছি না।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তারা আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭