DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১২ই মে ২০২৪
ঢাকারবিবার ১২ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আদালতের নিষেধাজ্ঞায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা

Abdullah
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

আদালতের নিষেধাজ্ঞায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা

আস্থা ডেস্কঃ

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের দায়ার করা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। তবে তার পাসপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। তিনি আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না বলে আদেশে বলা হয়েছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) চেম্বার আদালত এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে
চলিত বছরের ১৪ মার্চ জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ার করে দুদক।

২০২১-২২ অর্থ বছরে জাকির হোসেনের জমা দেয়া আয়কর নথির সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে দুদক তার অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য পায়। নামে ধানমন্ডির ১ নম্বর সড়কে ৫০ লাখ ৮৪ হাজার ৮শ টাকা মূল্যের একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ২শ ৬৩ শতাংশ জমির উপর ৭৫ লাখ ৭৫ হাজার ৭শ টাকা খরচ করে পাঁচতলা ভবন নির্মাণসহ মোট ১ কোটি ৫১ লাখ ১০ হাজার ২শ টাকার স্থাবর সম্পদ, ৩৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের টয়োটা রোস গাড়ি, নগদ ১৯ লাখ ১৯ হাজার ৯শ ৭০ টাকা, ব্যাংক হিসাবে রক্ষিত ৭২ হাজার ৫শ ৬ টাকা, ১৩ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৪শ ৭৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য রয়েছে আয়করে। তবে সব মিলিয়ে জাকির হোসেনের অবৈধ উপায়ে অর্জিত প্রায় ৫৭ কোটি টাকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮