DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু

Astha Desk
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

মানিকছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সালদাপাড়া গ্রামে বজ্রপাতে বিশু লক্ষী ত্রিপুরা (৪০) নামের এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে আকাশে মেঘ জমে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রামগড় উপজেলার ২নম্বর পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকার গৃহবধূ বিশু লক্ষী ত্রিপুরা (৪০) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে মানিকছড়ি হাসপাতালে আনতে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন তাকে মৃত্যু ঘোষণা করেন। সে সালদা নতুন পাড়ার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী। ৩ পুত্র ও ২কন্যা সন্তানের জননী।

মানিকছড়ি থানার পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি রামগড় উপজেলার সালদা নতুন পাড়া এলাকায়। লাশের সুরতহাল করা হয়েছে। রামগড় থানার পুলিশ আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]