বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন নওগাঁর জুয়েল
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
সকল জলপনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী বিভাগের বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন নওগাঁর মোঃ রাকিবুল হাসান (জুয়েল)।
তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শিবপুর ক্লাস্টারের “৫২ নং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি রাজশাহী বিভাগ এর সূত্রে জানা যায়, আজ বুধবার (১১অক্টোবর) তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
নব-নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের মোঃ রাকিবুল হাসান (জুয়েল) বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমার বিদ্যালয়ের, বদলগাছী উপজেলা ও নওগাঁ জেলার সকল শিক্ষকের। তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাগণ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমার মাধ্যমে ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ে, ২০১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ে, ২০২২ সালে শ্রেষ্ঠ কাব শিশু-কাব শিক্ষক এবং গত ৭ই সেপ্টেম্বর ২০২৩ উপজেলা ও ১৪ই সেপ্টেম্বর ২০২৩খ্রি: তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
প্রসঙ্গত, এর আগে শিসপ্রাবি ১৯২০ সালে স্থাপনের পর তিনি ২০১৭ সালে এ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকে বিদ্যালয় এর বিভিন্ন সাফল্য অর্জন হতে শুরু হয়।