DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে বৌভাতের দিন বরের মৃত্যু

Astha Desk
অক্টোবর ১৪, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জে বৌভাতের দিন বরের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বসেছেন বিয়ের পিরিতে, আজ শনিবার ছিলো বৌ ভাত, বাড়িতে ছিলো উৎসবের আমেজ, বৌ ভাত অনুষ্ঠানে পড়ার জন্য ব্লেজার আনতে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেড় হয়ে আর ফিরতে পারেননি বাড়ি।

নিজে চালিয়ে মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুর থেকে নিজ বাড়ীতে আসার পূর্বেই বাঘাশুর এলাকায় মাহেন্দ্রের সাথে মুখামুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় অর্ক। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অর্ককে মৃত ঘোষণা করেন। অর্ক কেরানীগঞ্জের রোহিতপুর কাচা এলাকার নাসিম হোসেন অপুর ছেলে।

গত শুক্রবার (১৩ অক্টোবর) একই এলাকার প্রবাসী আমির হোসেবে মেয়ে আফরিনের সাথে বিয়ে হয় অর্কর। বিয়ের আনন্দ বিষাদে রুপ নেওয়া এলাকায় এখন শোকে ছায়া। পরিবারের লোকজনের কান্নায় ভারি হয়ে উঠে আকাশ বাতাশ। এলাকাবাসীর আফসোস কিভাবে কাটবে পরিবারের শোক, সদ্য বিবাহিত আফরিনইবা কিভাবে ভুলবে এ করুন পরিনতি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, ঘাতক মাহেন্দটিকে আটক রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]