সিরিয়ায় ইরানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ায় ইরান সেনার আধিপত্য থাকা দুই এলাকায় ড্রোন হামলা করেছে মার্কিন সেনা বাহিনী। ওই ঘাঁটি দুইটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো ব্যবহার করে। এর আগে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার ভোর রাতে সিরিয়ার পূর্বদিকে হামলা করেছে আমেরিকা। তবে ঠিক কোন কোন জায়গায় হামলা হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি।
তবে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছে, আমেরিকা কোনও রকম সংঘর্ষ চাইছে না। কিন্তু মার্কিন নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেই হামলা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ অক্টোবর থেকে ইরান ও সিরিয়ায় বসবাসকারী মার্কিন নাগরিকদের উপরে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। তার ফলে মৃত্যু হয়েছে এক মার্কিন নাগরিকের। আহত হয়েছেন ২১ জন।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরআবদোল্লাহিন। তিনি বলেন, গাজা ভূখণ্ডে ইসরাইল-হামাস দ্বন্দ্ব না থামলে আমেরিকাকে ছেড়ে কথা বলা হবে না। তার পাল্টা জবাব দিয়েছেন বাইডেনও। এই হুমকির পরেই ইরান সেনার আধিপত্য থাকা এলাকায় হামলা চালিয়েছে আমেরিকা। তবে এই হামলা নিয়ে সিরিয়া বা ইরানের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সূত্র-রয়টার্স।