পাঁচবিবিতে নির্মাণাধীন ব্রীজের খাদে পড়ে নিহত-১
- আপডেট সময় : ০৬:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১১২২ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে নির্মাণাধীন ব্রীজের খাদে পড়ে নিহত-১
মোঃ জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলায় বিদ্যালয়ের মাছ বিক্রয় করতে যাওয়ার সময় পাঁচবিবি-কামদিয়া রাস্তায় নির্মাণাধীন ব্রীজের খাদে পড়ে জুবাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এসময় উপজেলার উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিক গুরুত্বর আহত হযে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা উভয়েই বিদ্যালয়ের পুকুরের মাছ বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার আওলাই ইউনিয়নের দরগাপাড়া নামকস্থানে নির্মাণাধীন একটি ব্রীজের খাদে পড়ে গেলে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আটাপুর ইউনিয়নের কৈমারী গ্রামের মৃত জাহের আলীর ছেলে ও উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জয়পুরহাট জেলা পরিষদের সদস্য আবু সাঈদ আল মাহবুব চন্দন।



















