DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন

Astha Desk
নভেম্বর ৬, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন

বিনোদন ডেস্কঃ

আজ সোমবার (৬ নভেম্বর) চার দিনের সফরে ঢাকা আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। তিনি একটি কর্মশালায় অংশ নিতেই তার এই ঢাকায় সফর। তিনি নিজেই ফেসবুক পোস্টে এ তথ্যটি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ ঢাকা যাচ্ছি।

এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন কবীর সুমন। তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। মূলত এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে।

আর এই উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।

তখন মঞ্চে সুমন বলেছিলেন, আমি ভারতের নাগরিক। আমার মাতৃভাষা বাংলা, যেটি এ দেশের রাষ্ট্রভাষা। এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। প্রথম বাংলাদেশে গান করতে এসেছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। তখন আমার ৪৭ বছর বয়স।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]