ফরিদপুরে হত্যা মামলায় পলাতক প্রধান আসামি আটক
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে সন্ত্রাসীদের হাতে নিহত অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান নূর তুরাগ হত্যা মামলার প্রধান আসামি টিপু খাঁকে আটক করা হয়েছে।
আজ সোমবার (৬ নভেম্বর) রাত দেড়টার দিকে সদর উপজেলার করিমপুর হতে তাকে র্যাব-১০ এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। টিপু খাঁ সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদীর হালিম খাঁর ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইক আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টিপুকে আটক করা হয়।
গত চলিত বছরের ১১ অক্টোবর খুন হন শিক্ষার্থী তুরাগ। তিনি শহরের উত্তর আলীপুরের মোঃ আলাউদ্দিন হাওলাদারের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে তাকে ডেকে নিয়ে অম্বিকাপুরের গোবিন্দপুর এলাকার একটি মেহগনি ও কলা বাগানে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় মোঃ টিপুসহ সাতজনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। তুরাগ রাজেন্দ্র কলেজে অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন।
মাদক চক্রে জড়িয়ে লেখাপড়ায় ছেদ ঘটে এবং এলাকার মাদক কারবারিদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। মাদক কারবার ঘটনা কেন্দ্র করে শিক্ষার্থী আসাদুজ্জামান নূর তুরাগ হত্যাকে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুনের শিকার হতে হয় তাকে।