DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জয়পু্রহাটে সামছুল আলমের উন্নয়ন শোভাযাত্রা

Astha Desk
নভেম্বর ৮, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

জয়পু্রহাটে সামছুল আলমের উন্নয়ন শোভাযাত্রা

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

“বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এই স্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে জয়পু্রহাটে সামছুল আলম এমপির উন্নয়ন শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট-১আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদুর নেতৃত্বে পাঁচবিবি পৌর শহরের গোহাটা ময়দান থেকে “উন্নয়ন শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পাঁচবিবিসহ জয়পুরহাট-১ আসনের সমগ্র এলাকা পরিদর্শন করে জয়পু্রহাট জেলা সার্কিট হাউসে গিয়ে শেষ হবে।

দিনব্যাপী এই উন্নয়ন শোভাযাত্রার পূর্বে পাঁচবিবি গোহাটা মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু।তিনি বলেন,সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাস,নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে ও দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি ডাকা অবরোধের মধ্যেই আজকে আমার এই উন্নয়ন শোভাযাত্রা।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ ও যুগ্ন সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচবিবি উপজেলা ও পৌর শাখার সহযোগিতায় হাজার হাজার নেতাকর্মী ও অসাধারণ জনগণ তাদের মোটরসাইকেল মাইক্রোবাস, পিকআপ ভ্যান নিয়ে ব্যান্ডপার্টির বাজনার তালে তালে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০