DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মাতাল চিকিৎসকের গাড়ি চাপায় পানছড়িতে নিহত-১

Astha Desk
ডিসেম্বর ২৫, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার পানছড়িতে মাতাল চিকিৎসকের প্রাইভেট কার চাপায় সুশান্ত চাকমা (৫০) নামে অটো রিক্সা চালক নিহত হয়েছে।

 

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে মাতাল চিকিৎসকের প্রাইভেট কার চাপায় সুশান্ত চাকমা (৫০) নামে অটো রিক্সা চালক নিহত হয়েছে।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পুড়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুশান্ত চাকমা পানছড়ি সদর ইউপির সত্যধনপাড়ার বিক্রম সেন চাকমার ছেলে।

জানা যায়, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের রাজেন্দ্র ত্রিপুরা পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শেষে মদ পান করে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়িতে যাইতেছিলে।

এসময় পানছড়ি-খাগড়াছড়ি সড়কের বাসস্টেশন এলাকার পুড়াবাড়ি এলাকায় একটি অটো রিক্সাকে ধাক্কা দিয়ে রাস্থার পাশের গাছের সাথে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটো রিকসা চালক মারা যায়।

পরে ফায়ার সার্ভিসের লোকজন আহত অবস্থায় মাতাল ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি পুলিশের প্রহরায় রয়েছেন।

এদিকে ক্ষুদ্ধ এলাকাবাসী হাসপাতালটি ঘিরে চিকিৎসকের আটকের দাবী জানিয়েছেন।

পানছড়ি থানার ওসি মোঃ সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]