কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানিয়েছেন, আমি এই ঘটনায় ৩৩ জনের মৃত্যুর জন্য গভীরভাবে দুঃখিত, যাদের বেশির ভাগই শিশু। যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গত রাত থেকে, আমরা কুইবডো-মেডেলিন সড়কে জরুরি ও ত্রাণ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সাহায্য করার জন্য আমাদের সমস্ত ক্ষমতা স্থাপন করেছি। ৫০ জন সেনাও সহায়তা করেছেন।
চোকো ডিপার্টমেন্ট অঞ্চলের গভর্নর দফতরের একজন কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মেদেলিন ও কুইবদো শহরকে যুক্ত করে যে সড়ক, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরো বলেন, রাস্তায় কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে অনেক মানুষ তাদের যানবাহন ফেলে একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভূমিধসে তারা চাপা পড়েন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।