যশোরে স্কুল বাসে আগুন
স্টাফ রিপোর্টারঃ
যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে চালক ও হেলপার ছাড়া আর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে স্থানীয় কোল্ডস্টোর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হুশতলা থেকে মণিহারে দিকে আসার পথে কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের পেছনে আগুন জ্বলতে দেখা যায়। একপর্যায়ে পথচারীদের ইশারায় চালক গাড়ি থামান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় গাড়িতে চালক ও হেলপার ছাড়া আর কেউ ভেতরে ছিলেন না।
গাড়িচালক শহিদুল ইসলাম বলেন, গাড়িতে কেউ ছিল না। আমরা গাড়ির শংকপুর বাস টার্মিনাল থেকে কাজ করিয়ে ফিরছিলাম। গাড়ি চালিয়ে আসার সময় হঠাৎ গাড়ির পিছনে কাঁচ ভেঙে পড়ে। পেছনে তাকিয়ে দেখি আগুন জ্বলছে। কীভাবে লেগেছে বলতে পারব না।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ বিশ্বাস বলেন, আমরা বাসে আগুনের খবর শোনে ঘটনাস্থলে যাই। তদন্ত করে দেখব কীভাবে আগুন লাগছে। আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারব।