DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মামা-ভাগনের প্রাণ কেড়ে পালালো বাস

রায়হান জামান,কিশোরগঞ্জ
এপ্রিল ১৮, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছে।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশিদ মামুন (২৫) ও আশরাফুল ইসলাম লাদেন (২০) তারা দু’জন সম্পর্কে মামা-ভাগিনা।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামুনুর রশিদ মামুন ও আশরাফুল ইসলাম লাদেন মামা-ভাগনে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ শহরে আসার পথে কামালিয়ারচর ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।