শিরোনাম:
বাজিতপুরে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
Doinik Astha
- আপডেট সময় : ০৯:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ১০৮২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তামিম ভূইয়া (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬জুন) দুপুরে বাজিতপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তামিম বাজিতপুর উপজেলার মধ্যচন্দ্র গ্রামের মো. জামান ভূইয়া ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে ঢাকাগামী এগারসিন্ধু ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।



















