DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কাকে ১২৪ রানে থামাল বাংলাদেশ

Doinik Astha
জুন ৮, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টাইগাররা। যেখানে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে বোলারদের দাপটে ১২৪ রানে থামিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে লংকানরা।

শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথমে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ১০ রানে থাকা কুশল মেন্ডিসকে বোল্ড করেন এই পেসার। এরপর কামিন্দু মেন্ডিসকে বেশিক্ষণ টিকতে দেননি মোস্তাফিজ। তানজিমের ক্যাচে ফেরান তাকে।

লংকানদের তৃতীয় উইকেটও তুলে নেন মোস্তাফিজুর রহমান। উইকেটে ঝড় তোলা ওপেনার পাথুম নিশাঙ্কাকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাচে ফেরান তিনি। নিশাঙ্কা ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেছেন।

লংকার ইনিংসে পর পর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন রিশাদ হোসেন। ১৪তম ওভারের প্রথম বলে চারিথ আসালাঙ্কাকে (১৯) ফেরান, পরের বলেই শূন্য রানে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করেন এই লেগস্পিনার। তবে নিজের পরের প্রথম বলেই ফের উইকেটের দেখা পান রিশাদ। এবার ২১ রানে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরান তিনি।

তাসকিন নিজের শেষ ওভারে ফের উইকেটের দেখা পান। উইকেটকিপার লিটন দাসের ক্যাচে দাসুন শানাকাকে আউট করেন এই পেসার। আর মহেশ থিকশানাকে ফিরিয়ে তৃতীয় উইকেট দখল করেন মোস্তাফিজ। এরপর নিজের শেষ ও ইনিংসের শেষ ওভারে উইকেটের দেখা পান তানজিম হাসান সাকিব। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে মোস্তাফিজের ক্যাচে ১৬ রানে ফেরান এই ডানহাতি পেসার।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। এর আগে এই পেসার চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজ মিস করেছিলেন। তবে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া শরীফুল ইসলামকে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪