DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফেরত পাঠানো হয়েছে সেন্টমার্টিনে আসা রোহিঙ্গাদের

Doinik Astha
জুলাই ৬, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে মংডু ছেড়ে পালানোর সময় সেখানকার একটি ইঞ্জিনচালিত নৌকা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে এসে ভিড়েছে। নৌকাটিতে ৩৩ জন লোক ছিল। তাদের ৩১ জন মংডু এলাকার রোহিঙ্গা, একজন মিয়ানমারের সেনা সদস্য এবং অন্যজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য।

শুক্রবার (০৫ জুলাই) ভোরে মিয়ানমারের নৌকাটি সেন্ট মার্টিন দ্বীপে ভিড়লে দায়িত্বরত বিজিবি নিজেদের হেফাজতে রাখে। পরে গতকাল বিকেল পৌনে ৫টার দিকে একই নৌকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ৩৩ জন মিয়ানমারের নাগরিকসহ একটি ইঞ্জিনচালিত নৌকা সেন্ট মার্টিনে ভিড়েছে। সেখানে তাদের বিজিবির হেফাজতে রেখে বিকেলের দিকে মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোহিঙ্গাদের ওই নৌকাটি সেন্ট মার্টিনে ভেড়ে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

সেন্ট মার্টিন দ্বীপে দায়িত্বরত বিজিবির সুবেদার সানোয়ার হোসেন জানান, মিয়ানমারের ৩৩ জন নাগরিকসহ একটি বড় ইঞ্জিনচালিত নৌকা গতকাল শুক্রবার ভোরের দিকে দ্বীপের চরে ভিড়েছে। নৌকাটিতে ১০ জন রোহিঙ্গা পুরুষ, ১০ জন নারী, ১১ জন শিশু এবং দুজন মিয়ানমার বিজিপি ও সেনা সদস্য ছিল। তাদের বিজিবি হেফাজতে রেখে বিকেল পৌনে ৫টার দিকে মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।

সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, রোহিঙ্গাদের নৌকাটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে শুক্রবার ভোরে সেন্ট মার্টিনে ভেড়ে। পরে বিকেলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]