কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আবু সাঈদ (৪২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
নিহত মো. আবু সাঈদ কিশোরগঞ্জ ক্যাডেট মাদরাসা ও প্রি ক্যাডেট স্কুলের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেন। নিহত হাফেজ আবু সাঈদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের হাজী কেরামত আলীর ছেলে।
জানা যায়, নিহত আবু সাঈদ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে শহরের আখড়া বাজার প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তাঁর এ অকাল মৃত্যুতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে আসে।
আজ দুপুর ২টায় শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে করিমগঞ্জে তার গ্রামের বাড়ি দ্বিতীয় জানাযা শেষে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা তাঁর মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।