ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে প্রবাস থেকে শোক প্রকাশ করলেন সেলিম রেজা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে মারধর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৮৮ বার পড়া হয়েছে
 হৃদয় মোল্লার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল অফিস: গত ১০ সেপ্টেম্বর নগরীর ২৬ নং ওয়ার্ডস্থ হরিণাফুলিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, নাসিম মোল্লা(৪৮) ও তার ছেলে হৃদয় মোল্লা (২৪)। আহতদের মধ্যে হৃদয় মোল্লার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী হৃদয়। তিনি অভিযোগে জানান, আমি শাওন নামের একজন সিএনজি মালিকের গাড়ি ভাড়ায় চালাই। কয়েকদিনের জন্য ঢাকা যাওয়ার সুবাদে গাড়িটি আমার প্রতিবেশী সাকিবের কাছে ভাড়ায় চালানোর জন্য দেই। কিন্ত সে ভাড়া ঠিকমত মাইলককে দেয়নি। আমি ফিরে তার কাছে পাওয়া ভাড়া টাকা চাই। এ নিয়ে গত ৯ সেপ্টেম্বরে মালিক শাওন ও আমার সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে আমাকে সাকিব ও তার সহযোগী রাকিব, আবির, সুমন, শামীম, নাঈম, সোবহান ও বিউটি মিলে মারধর করে।

তিনি আরও বলেন, মারধরে আমার মাথা ফেটে রক্তাক্ত হয়। আমি হাসপাতালে ভর্তি হই। মাথায় ২টি সেলাই লেগেছে। হৃদয় অভিযোগে আরও জানান, সাকিব ও তার সহযোগীরা মিলে প্রথমে আমাকে লাঠিসোঠা ও লোহার রড দিয়ে বেধরক পেটায়। এরপর আমার বাবা আমাকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও মারধর করে তারা। এটার সুষ্ঠু বিচার চাই।

হৃদয়ের বাবা নাসিম মোল্লা জানান, আমার ছেলে হৃদয় ভাড়ায় একজনের সিএনজি চালায়। হৃদয় কয়েকদিনের জন্য ঢাকা যাওয়ায় গাড়িটি তার কাছ থেকে ভাড়ায় চালানোর জন্য নেয় সাকিব। কিন্ত এক সপ্তাহের মধ্যে ৪ দিনের ভাড়ায়নি দেয়নি সাকিব। এ নিয়ে মালিক শাওনও তার কাছে ভাড়া চায়। তার বাড়িতেও ভাড়া চাইতে আসে। কিন্ত সাকিব দিয়ে দিবে বলেও দেয়নি।

এ নিয়ে হৃদয় ভাড়া চাইতে গেলে সাকিবের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার ছেলেকে মারধর করে সাকিব ও তার সহযোগীরা। আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করে তারা। আমি এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। এদিকে হামলার ঘটনায় আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা বলেও অভিযোগে উল্লেখ করেছেন তারা। এ বিষয়ে জানতে অভিযুক্ত সাকিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) জয়দেব চন্দ্র দে জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে/আস্থা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে মারধর

আপডেট সময় : ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
 হৃদয় মোল্লার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল অফিস: গত ১০ সেপ্টেম্বর নগরীর ২৬ নং ওয়ার্ডস্থ হরিণাফুলিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, নাসিম মোল্লা(৪৮) ও তার ছেলে হৃদয় মোল্লা (২৪)। আহতদের মধ্যে হৃদয় মোল্লার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী হৃদয়। তিনি অভিযোগে জানান, আমি শাওন নামের একজন সিএনজি মালিকের গাড়ি ভাড়ায় চালাই। কয়েকদিনের জন্য ঢাকা যাওয়ার সুবাদে গাড়িটি আমার প্রতিবেশী সাকিবের কাছে ভাড়ায় চালানোর জন্য দেই। কিন্ত সে ভাড়া ঠিকমত মাইলককে দেয়নি। আমি ফিরে তার কাছে পাওয়া ভাড়া টাকা চাই। এ নিয়ে গত ৯ সেপ্টেম্বরে মালিক শাওন ও আমার সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে আমাকে সাকিব ও তার সহযোগী রাকিব, আবির, সুমন, শামীম, নাঈম, সোবহান ও বিউটি মিলে মারধর করে।

তিনি আরও বলেন, মারধরে আমার মাথা ফেটে রক্তাক্ত হয়। আমি হাসপাতালে ভর্তি হই। মাথায় ২টি সেলাই লেগেছে। হৃদয় অভিযোগে আরও জানান, সাকিব ও তার সহযোগীরা মিলে প্রথমে আমাকে লাঠিসোঠা ও লোহার রড দিয়ে বেধরক পেটায়। এরপর আমার বাবা আমাকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও মারধর করে তারা। এটার সুষ্ঠু বিচার চাই।

হৃদয়ের বাবা নাসিম মোল্লা জানান, আমার ছেলে হৃদয় ভাড়ায় একজনের সিএনজি চালায়। হৃদয় কয়েকদিনের জন্য ঢাকা যাওয়ায় গাড়িটি তার কাছ থেকে ভাড়ায় চালানোর জন্য নেয় সাকিব। কিন্ত এক সপ্তাহের মধ্যে ৪ দিনের ভাড়ায়নি দেয়নি সাকিব। এ নিয়ে মালিক শাওনও তার কাছে ভাড়া চায়। তার বাড়িতেও ভাড়া চাইতে আসে। কিন্ত সাকিব দিয়ে দিবে বলেও দেয়নি।

এ নিয়ে হৃদয় ভাড়া চাইতে গেলে সাকিবের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার ছেলেকে মারধর করে সাকিব ও তার সহযোগীরা। আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করে তারা। আমি এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। এদিকে হামলার ঘটনায় আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা বলেও অভিযোগে উল্লেখ করেছেন তারা। এ বিষয়ে জানতে অভিযুক্ত সাকিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) জয়দেব চন্দ্র দে জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে/আস্থা