DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের ‘মার্চ ফর আইডেন্টিটি’ কর্মসূচি পালিত

Ellias Hossain
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের ‘মার্চ ফর আইডেন্টিটি’ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টারঃ

পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, রাষ্ট্র সংস্কারে ‘আদিবাসীদের’ মূল্যায়ন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন, স্ব-স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে ‘মার্চ ফর আইডেন্টিটি’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর/২৪) সকালে এ কর্মসূচী পালন করেন।

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা এসে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জড়ো হন। এরপর ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের’ ব্যানারে বিভিন্ন শ্লোগানে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

মিছিল নিয়ে শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, আদালত সড়ক ঘুরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে মিছিল নিয়ে চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশ করেন।

ফুটন্ত চাকমার সভাপতিত্বে ও বিকাশ চাকমার সঞ্চালিত সমাবেশে বক্তব্য রাখেন, রিপুল চাকমা, ক্যসিং মারমা, প্রণয় চাকমা, কৃপায়ন ত্রিপুরা, মংসাই মারমা প্রমূখ।

ফুটন্ত চাকমা বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। দিনে-দুপুরে মানুষ খুন হত। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিপূর্বক আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং জেলা পরিষদের সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করে জেলা পরিষদের নির্বাচন দিতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬