ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের যশোদলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ রেলস্টেশনের প্রায় ১ কিলোমিটার দক্ষিণে বানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। বৃদ্ধের দুই পা কাটা অবস্থায় রেললাইনে পড়ে থাকতে দেখেন তারা।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে বৃদ্ধের কাটা পড়ার খবর শুনে আমরা বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করি। পুলিশ এসে পরিচয়হীন ওই বৃদ্ধকে জীবত উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনারস্থল থেকে ওই বৃদ্ধের দুই পা বিচ্ছিন্ন অবস্থা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বৃদ্ধার বয়স আনুমানিক ৮০। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মাথায় চুল কম। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

কিশোরগঞ্জের যশোদলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ রেলস্টেশনের প্রায় ১ কিলোমিটার দক্ষিণে বানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। বৃদ্ধের দুই পা কাটা অবস্থায় রেললাইনে পড়ে থাকতে দেখেন তারা।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে বৃদ্ধের কাটা পড়ার খবর শুনে আমরা বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করি। পুলিশ এসে পরিচয়হীন ওই বৃদ্ধকে জীবত উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনারস্থল থেকে ওই বৃদ্ধের দুই পা বিচ্ছিন্ন অবস্থা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বৃদ্ধার বয়স আনুমানিক ৮০। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মাথায় চুল কম। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।