রিয়াজুল হক সাগর, রংপুর অফিস: রংপুরের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন লেখক সংসদের মুখপত্র ঐতিহ্য’র ঊনবিংশ সংখ্যার মোড়ক উম্মোচন ও সংসদের সভাপতি সাহিত্যিক মো. আবুল কাশেম মাষ্টারের ৮০তম জম্ম বার্ষিকী পালন করা হয়েছে।শনিবার সকাল ১১টায় লেখক সংসদের অস্থায়ী কার্যালয় মহানগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়াস্থ ভাওয়াইয়া অঙ্গন চত্তরে সংসদের ৮৬২তম সাপ্তাহিক সাহিত্য আসরে এ অনুষ্ঠান পালন করা হয়।
সংসদের সভাপতি মো. আবুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করেন সিনিয়র সহসভাপতি মো.নূরুল ইসলাম সরদার,উপদেষ্টা ডা. মো.শফিউল হক, সদস্য কবি আজহারুল ইসলাম আল আজাদ, উপদেষ্টা এহসানুল কবির,কবি নূর মোহাম্মদ সরকার, মো. নজরুল ইসলাম, কবি সালমা ইসলাম, লেখক মো. আহসান হাবিব রবু, কবি মো.মোমতাজুল সিদ্দিক, কবি মো.অহিদুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো.চাঁন মিয়া, কবি গীতিকার ও কণ্ঠশিল্পী নীল রতন সরকার,মো.আনোয়ার হোসেন শিশির,সাংবাদিক ই.ন.ম শাহরিয়ার, জাকিয়া আক্তার ও তৃষ্ণা রানীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সাংগঠনিক ও শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়াও সদ্য প্রয়াত কবি এবং লেখক সংসদের যুগ্ম সম্মাদক ডা. মো. শহীদুল ইসলাম স্মরণে একটি স্মরণিকা প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা শেষে সভাপতির জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার পর আনুষ্ঠানিক ভাবে ঐতিহ্যের মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে পাক হতে তেলাওয়াত করেন ডা.মো. শফিউল হক এবং উপস্থাপনা করেন সাংবাদিক চঞ্চল মাহমুদ ।