DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মেঘালয় থেকে নিয়ে আসা ১ কোটি ৫৫ লাখ টাকার কাপড়ের চালান নৌ পথে জব্দ

Astha Desk
ডিসেম্বর ১৬, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট: শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা দেড় কোটি টাকার অধিক মুল্যের ভারতীয় কাপড়ের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকেলে জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সুনামগঞ্জ হেডকোয়ার্টারের ৯ সদস্যের একটি চৌকস দল ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার ভোররাতে জেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিক্তিত্বে অভিযানে সুরমা নদীতে সন্দেহভাজন একটি ষ্টিল বাডি ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাশী চালানো হয়।

তল্লাশীকালে ওই ট্রলারে থাকা ভারতের মেঘালয় থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরের নৌ পথে নিয়ে আসা বিভিন্ন ব্রান্ডের ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, থ্রী পিস, পাজামা,মশ্রিন (মকমল) কাপড়, থানা কাপড় আটক করা হয়।
এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল রহমানের উপস্থিতিতে ষ্টিল বডি ইঞ্জিন চালিত ট্রলার, ভারতীয় বিভিন্ন ব্রান্ডের আটককৃত সব ধরণের কাপড় জব্দ করা হয়। জব্দৃকৃত ট্রলার ও কাপড়ের চালানের মুল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৭
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৬
  • ৬:৩৩