পানছড়িতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন ৫ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ক্ষুদ্র, ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া, পানছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী প্রমূখ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালিত সভায় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিপ্লবী জননেতা ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করে খাগড়াছড়ি বাসীর উন্নয়ন করতে হবে। সভা শেষে উপজেলা পাঁচটি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।