আলোকিত জীবনের প্রত্যয় এগিয়ে যাবো রক্তদানে. আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং সহযোগিতায় চট্টগ্রামের অন্যতম সুনামধন্য সবার প্রিয় সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন “আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন”-এর উদ্যোগে ২৮শে ফেব্রুয়ারি, রোজঃ শুক্রবার ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যানে “ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন”-এর আয়োজন সম্পন্ন হয়েছে।
উক্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন প্রোগ্রামের জন্য যারা সময় ও শ্রম দিয়েছেন এবং আর্থিক ভাবে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো.
আপনারা সকলে পাশে ছিলেন বলেই এত অল্প সময়ের মধ্যে APF Blood Donation পরিবারের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন প্রোগ্রামটি করতে পেরেছি. একইসাথে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছেও, আল্লাহতালা আপনাদের মত প্রিয় স্বেচ্ছাসেবী ভাইদের সাথে কাজ করার সুযোগ আমাদের ফাউন্ডেশনের সদস্যদের দেওয়ার জন্য.
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলে আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর প্রধান পরিচালক- মোঃ রিদুয়ার হোছাইন এবং পরিচালক- কাজী জিহাদুল ইসলাম, এডমিন- মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইমন, মোঃ আব্দুল রহমান রাফি, মোহাম্মদ মোহিন, মোঃ জাওয়ান উদ্দীন সহ আরো অনেকে।
এমকে/আস্থা