DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১০ই মার্চ ২০২৫
ঢাকাসোমবার ১০ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি
মার্চ ৯, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গতকাল ৮ মার্চ শনিবার জামালপুর শহরে শহীদ হারুন সড়কে একটি রেস্তোরাঁয়  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশব্যাপী ধর্ষণ, শিশু নির্যাতন ও খুনের ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুট, অপরাজিতা যুব নারী উন্নয়ন সংস্থা, জামালপুর হস্তশিল্প অ্যাসোসিয়েশন ও জামালপুর পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভা শেষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটের আজীবন সদস্য দেলোয়ারা বেগম ও শিলা আহমেদকে নারী উদ্যোক্তা সম্মানা প্রদান করেন নারী উদ্যোক্তারা। বক্তব্য রাখেন

নারী উন্নয়ন সংস্থার সভাপতি আরজুমান আরা মুক্তা, জামালপুর উদ্যোক্তা ফোরামের সভাপতি দোলন সোম, জামালপুর পার্লার অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিলা আশরাফ, নারী উদ্যোক্তা তাসনিয়া আক্তার তন্নি, শাহনাজ পারভীন, রোকেয়া হাবিব, রাশেদা, আফিফা জান্নাত রিতু ও আরিফফুন্নাহার প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে নারী জাগরণ ও নারীদের স্বাবলম্বী করে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে সোচ্চার থাকতে হবে। আমরা যারা নারী উদ্যোক্তা তারা যেন সব সময় নির্ভয়ে চলাফেরা করতে পারি সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি।

নারী ও শিশুরা যাতে সব সময়  থাকতে পারে সেই বিষয়টা সরকারকে নিশ্চিত করতে হবে। একই সাথে যারা ধর্ষক তাদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জোর দাবি জানান বক্তার।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২