খাগড়াছড়িতে দায়িত্বশীলদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে থানা দায়িত্বশীলদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
আজ চলিত এপ্রিল/২৫ খুমপুই রেস্টুরেন্টে ঈদে পরবর্তী এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মোঃ মাইনুদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সাত্তারের সঞ্চালিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ আবু সাদিক কায়েম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রদের পড়াশোনার পাশাপাশি ইসলামি আন্দোলনের একজন সৈনিক হিসেবে মহান আল্লাহ এবং হযরত মুহাম্মদ (সাঃ) এর দেখানো পথে নিবিড় ভাবে কাজ করে যেতে হবে, দেশের স্বার্থে জনগণের স্বার্থে যে কোন সময় যে কোন প্রয়োজনে ছাত্র শিবিরের জনশক্তিদের ত্যাগ ও কোরবানির ভুমিকা থাকবে।