DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ৪০ কেজি গাঁজা জব্দ, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ মানিক খান
এপ্রিল ২৬, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ কেজি (এক মণ) ভারতীয় গাঁজা জব্দ করেছে। এসময় অঞ্জনা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সাচনা জামালগঞ্জের বাজার ইউনিয়নের ইয়াছিন মিয়ার স্ত্রী।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার পুলিশ রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার বসতঘরে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ঘর থেকে বিক্রির জন্য মজুদকৃত ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে ইয়াছিনের স্ত্রী অঞ্জনা আক্তারকে গ্রেফতার করা হয়।

একই রাতে, একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে পেশাদার মাদক কারবারি হাফিজুর রহমানের বাড়িতে আরেকটি অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের সময় হাফিজুর রহমান কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

এই অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন এসআই শামীম কবির, এসআই মাসুদ রানা, এএসআই মোঃ গোলাম কিবরিয়া এবং সঙ্গীয় ফোর্স।

ঘটনার বিষয়ে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।