মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে যুব রেড ক্রিসেন্ট এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা উপজেলা দল খাগড়াছড়ি ইউনিট এর সহশিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের যুব রেড ক্রিসেন্ট এর দায়িত্বরত শিক্ষক এরশাদুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক আক্তার সরোয়ার ও আবুল খায়ের প্রমূখ।
এছাড়াও যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট এর দায়িত্বরত প্রতিনিধি, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন।
তিনি প্রধান অধ্যক্ষ বলেন, এ ধরনের সভা যুবকদের মধ্যে একতা এবং সহযোগিতার চেতনা বৃদ্ধি করে এবং সমাজসেবা কার্যক্রমে তাদের অংশগ্রহণকে উৎসাহিত করে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা ছাত্রদের মধ্যে সামাজিক দায়িত্বশীলতার বোধ তৈরি করবে।
সভায় অধ্যক্ষ নজরুল ইসলাম যুব রেড ক্রিসেন্টের নতুন দল গঠনের অনুমোদন প্রদান করেন, যা যুবদের মধ্যে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরো বৃদ্ধি করবে এবং তাদের সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে জানায়।