মানবিক সমাজ থেকে আমরা রোবটিং সমাজের দিকে যাচ্ছি। এটা কোনো ভালো লক্ষণ না। বইয়ের লেখাপড়ার পাশাপাশি আপনার সন্তানকে অবশ্যই আপনার সন্তানকে পরিবারের সাথে ছোট-বড়, ধনী-গরিব সবার সাথে মিশতে দেন, দেখবেন আপনার সন্তান ভেতর থেকে মানুষ হয়ে উঠবে।
সন্তানদের আমরা এটা করা যাবে না, ওইটা করা যাবে না, না না করতে আমরা সন্তানদের নিগেটিভের দিকে নিয়ে যাচ্ছি। সেখান থেকে আমারে বেরিয়ে আসতে হবে। বরং তাদের বলতে হবে, তুমি বেশি করে খেলো, বেশি করে ঘুমাও, বেশি পড়ো, সবই বেশি বেশি করো। পজেটিভ কথাগুলো বলেন, শুধু পজেটিভ চিন্তাগুলো দেন, তাহলে দেখা যাবে আনন্দের সাথে সে কাজগুলো করছে। সন্তান ভালো করার জন্য বাবা-মা ও শিক্ষক কে সন্তানদের সামনে মিথ্যা কথা বলা যাবে না, সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না তাহলেই সন্তান আপনাকে অনুসরণ করবে। আর আপনি হবেন রোল মডেল। শনিবার উপজেলা সদরের নোঙ্গর কমিউনিটি সেন্টারে ফুলবাড়িয়ায় আরএফবিএ পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহের অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আর এফ বিএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মো. রুহুল আমীন এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান। উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোবারক খান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, পৌর সভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান শিকদার, আর এফ বিএ পাবলিক স্কুল, ফুলবাড়ীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফয়েজ উদ্দিন, মোঃ আনিসুল হক, মো. আলমগীর হোসেন, সার্বিক তত্বাবধানে আর এফ বিএ পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক মো. খায়রুর বাশার। সঞ্চালনায় সহকারী শিক্ষক ও কবি শাহজাহান মৃধা, ওসমান গণি ও স্বাস্থ্য কর্মী শাকিল চৌধুরী।