চিত্রনায়ক আদর আজাদ: জন্মদিনে ফিরে দেখা আলো ছড়ানো পথচলা
- আপডেট সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ১২১২ বার পড়া হয়েছে
বাংলা চলচ্চিত্রের তরুণ ও প্রতিশ্রুতিশীল চিত্রনায়ক আদর আজাদ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও আজ তিনি একজন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নিয়মিত মুখ। আজ ১০ মে তার জন্মদিন। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তার মিডিয়ায় আগমন থেকে রূপালি পর্দায় আলো ছড়ানোর যাত্রা।
মডেলিং থেকে রুপালি পর্দা
বগুড়ায় জন্ম নেওয়া আদর আজাদ ঢাকায় এসে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। পরে রাজধানীর একটি অভিজাত হোটেলে চাকরি করেন রিসেপশনিস্ট হিসেবে। ২০১৪ সালে চ্যানেল আইয়ের আয়োজনে ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন। এরপর চাকরি ছেড়ে পুরোপুরি মডেলিং ও অভিনয়ে মনোনিবেশ করেন।
নাটক থেকে সিনেমায়
প্রথমদিকে নাটক ও বিজ্ঞাপনে দেখা গেলেও তার মূল লক্ষ্য ছিল চলচ্চিত্র। অবশেষে বড় পর্দায় অভিষেক ঘটে ‘তালাশ’ সিনেমার মাধ্যমে। এতে রকস্টার সুমন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর একে একে তিনি অভিনয় করেন ‘যাও পাখি বলো তারে’, ‘লাইভ’, ‘যন্ত্রণা’, ‘লোকাল’সহ একাধিক সিনেমায়।
ওয়েব ফিল্ম
ওয়েব প্ল্যাটফর্মেও আদর আজাদ নিজের প্রতিভা তুলে ধরেছেন। ‘এখানে নোঙ্গর’ নামক ওয়েব ফিল্মে তিনি সারেং চরিত্রে অভিনয় করে নতুন এক আদরকে উপস্থাপন করেন দর্শকের সামনে।
পূজা চেরীর সঙ্গে জুটি
অভিনেত্রী পূজা চেরীর সঙ্গে তার রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। তারা একসঙ্গে কাজ করেছেন ‘লিপস্টিক’, ‘নাকফুলে কাব্য’, ‘দরদিয়া’ এবং ‘টগর’ সিনেমায়। তরুণ প্রজন্মের দর্শকদের মাঝে এই জুটি জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘লিপস্টিক’ মুক্তির সময় আদরের আবেগময় প্রতিক্রিয়া আলোচনায় আসে।
আদর আজাদ অভিনীত সিনেমা
তালাশ
জীবন জুয়া
যাও পাখি বলো তারে
লাইভ
যন্ত্রণা
লোকাল
লিপস্টিক
নাকফুলে কাব্য
দরদিয়া
টগর
অল্প সময়ে বেশ কিছু কাজ দিয়ে আলোচনায় এসেছেন আদর আজাদ। তার অভিনীত সিনেমায় রয়েছে বাস্তবতার ছাপ, গল্পে রয়েছে বৈচিত্র্য। সামনের দিনে আরও বড় বাজেটের সিনেমায় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
আদর আজাদের জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘ অভিনয়জীবন এবং সফলতা কামনা করছে দৈনিক আস্থা পরিবার।















