ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সংযোগ রাস্তা সামন্য বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা। বিশেষ করে আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসারা অনেক শিক্ষক-শিক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়েছেন। এ নিয়ে উপজেলা ও পৌর প্রশাসনেও অভিযোগ করেছেন ভোক্তভোগিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে ৭নং ওয়ার্ডের গৌরিপুর সংযোগ সড়ক। এ রাস্তার মাঝখানে এতদিন জলাবদ্ধতা ছিল না। সম্প্রতি কিছুদিন জমির মালিক তার জমিতে মাটি ফেলে উঁচু করে ফেলে। ফলে ড্রেনের মাথা ভরাট হয়ে যায়। এতে বাসা বাড়ির ব্যবহৃত ময়লার পানি রাস্তায় পড়ে রাস্তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ে। এ সমস্যার কথা উল্লেখ সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরের লিখিত আবেদন করা হয়। কিন্তু দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি বলে স্থানীয়রা জানান।
সোমবার (১২ মে)ভোরবেলার বৃষ্টিতে রাস্তার ৫০মিটার জায়গা পানির নিচে তলিয়ে যায়। কোথাও হাঁটু সমান পানি দেখা গেছে। কেউ কেউ অন্যদের পরিত্যক্ত ময়লাযুক্ত জায়গা ব্যবহার করছেন। সবমিলিয়ে দুর্বিষ জীবন অতিবাহিত করছেন ভোক্তভোগিরা। অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, পচা পানি দিয়ে যেতে যেতে এখন আঙুলে ঘা হয়ে গেছে। স্থানীয় শফিকুল ইসলাম বিএসসি জানান, আমার বাসা এই রোডে থাকায় সব সময় এই রোড ব্যবহার করতে হয়। এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি না, কারণ ওযু করে বাসা থেকে বের হলে, এই পানি দিয়ে যাতায়াত করলে ওযু ভেঙ্গে যায়।
আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ বলেন, মেইন রোডে জ্যাম সহ নানা কারণে আমার স্কুলের অনেক শিক্ষার্থীরা এই বাইপাস রাস্তাটি ব্যবহার করে। তারা আমাকে কষ্টের কথা বললে আমার কী করার আছে? আমি একটি আবেদন দিয়ে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তবে দৃশ্যমান তেমন কোন উন্নতি হয়নি। আমি চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।