DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৫শে মে ২০২৫
ঢাকারবিবার ২৫শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের কালাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Link Copied!

দক্ষতা ও উৎপাদনের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় জয়পুরহাটের কালাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে স্কুল কংগ্রেস অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান ।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখী করণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টিসহ বিভিন্ন কৃষি বিষয়ক মূখ্য আলোচনা করেন পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ।

অনুষ্ঠানে প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২