DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

অগ্রসর কর্মী শিক্ষা শিবির/২৫ খাগড়াছড়িতে সম্পন্ন

Astha Desk
জুলাই ৬, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

অগ্রসর কর্মী শিক্ষা শিবির/২৫ খাগড়াছড়িতে সম্পন্ন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

দ্বীন প্রতিষ্ঠার শপথ গ্রহণ করে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে অগ্রসর কর্মী শিক্ষা শিবির/২৫ খাগড়াছড়িতে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই/২৫ খ্রি.) বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে অগ্রসর কর্মী শিক্ষা শিবির সম্পন্ন হয়।

জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের পরিচালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক

এসময় প্রধান অতিথি বলেন, যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীগণ অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখনো আমাদেরকে কঠোর ত্যাগ ও কুরবানীর মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাই এই ইসলামী দলের কর্মীদেরকে দ্বীন প্রতিষ্ঠার শপথ গ্রহণ করে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে হবে।

শিক্ষা শিবিরে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, আগামী নির্বাচনে কাঙ্খিত সফলতার জন্য ব্যাপক দাওয়াতী ও সামাজিক কাজের মাধ্যমে আমাদের গণভিত্তি রচনা করতে হবে। তাই কর্মীদেরকে গণভিত্তি রচনার মাধ্যমে ইসলামী বিপ্লবের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৯৮ নং খাগড়াছড়ি আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, আগামীতে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে এগিয়ে আসবে। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যে বিশ্বাসী নয়, বরং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসী।

দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]