ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চট্টগ্রাম ইপিজেডে আগুন নেভাতে সেনা ও নৌবাহিনীর সহায়তা Logo পানছড়ির মধ্যনগরে ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন অনুষ্টিত Logo ক্ষতিগ্রস্ত শিক্ষা ও অনুভূতিহীন কর্তৃপক্ষ Logo চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ কলেজে পাস করেনি কেউ! Logo গরমছড়িতে জমি দখল নিয়ে তাণ্ডব, ফটিকছড়িতে বসতবাড়িতে হামলা! Logo চাকসুতে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের Logo এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সংখ্যায় বিপর্যয় — মাত্র ৩৪৫ প্রতিষ্ঠান Logo কিশোরগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও লুটপাট Logo নিজের যোগ্যতায় আসতে হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর Logo শাহবাগ মোড়ে যান চলাচল শুরু যেহেতু শিক্ষকগণ কেন্দ্রিয় শহীদাঙ্গনে জড়ো।

পুরনো রাজনীতির সংস্কারের ডাক, পিআর পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান

পুরনো ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ভিপি নুরের

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১২১৮ বার পড়া হয়েছে

রাজশাহী অফিস: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন— “যেসব দল নির্বাচনে পিআর পদ্ধতি চায় না, তারা আসলে কোনো সংস্কারও চায় না। জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে যারা থাকবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত এক গণসমাবেশে নুর বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কারের পথে ছাত্র-জনতার ঐক্যই প্রমাণ করেছে— এ লড়াই কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, বরং জনগণের হাত ধরেই সফল হয়েছে।”
এটি ছিল রাজশাহীতে তার প্রথম গণসমাবেশে যোগদান।

নুর স্মরণ করেন— “২০২৪ সালের জুলাই আন্দোলনে যে স্বপ্নে গণঅভ্যুত্থান হয়েছিল, তার এক বছর পরও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বরং আবারও আমরা পুরনো ফ্যাসিবাদী রূপ দেখছি। পুরনো মডেলের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

নির্বাচন নিয়ে তিনি বলেন, “জরিপে দেখা যাচ্ছে, বিএনপি পাবে ১২ শতাংশ ভোট, জামায়াত ১০ শতাংশ, আর ১৪ শতাংশ ভোটার কাউকে ভোট দিতে চায় না। তাহলে বাকি ভোট যাবে কার কাছে? যারা জনগণের পাশে থাকবে, তারাই পাবে।”

তরুণদের প্রতি আস্থা রেখে নুর বলেন, “আগামী দিনের বাংলাদেশ পরিবর্তনের মূল শক্তি তরুণরা। সমাবেশের লোকসংখ্যা দিয়ে মূল্যায়ন না করে, বিকল্প রাজনীতির প্রস্তাব দিয়ে জনগণকে বোঝাতে হবে।”

বাপ-বেটির শাসন প্রসঙ্গে নুর তীব্র সমালোচনা করে বলেন, “শেখ মুজিবুর রহমান দেশের মানুষের আস্থা রাখতে পারেননি, আর তার মেয়ে শেখ হাসিনা দীর্ঘ শাসনের পর পালিয়ে যাওয়ার ফল পেয়েছেন। জনগণ দুজনের কাছ থেকেই জবাব আদায় করেছে।”

পিআর পদ্ধতির পক্ষে তার দৃঢ় মত— “অন্তত উচ্চকক্ষে এই ব্যবস্থা আসন্ন নির্বাচনে কার্যকর করা জরুরি। এতে ছোট-বড় সব দল সংসদে প্রতিনিধিত্ব পাবে। যারা এই পদ্ধতি চায় না, তারা আসলে সংস্কার চায় না।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মীর মোহাম্মদ শাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আজিজুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সুমন কবিরসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা।

আস্থা

পুরনো রাজনীতির সংস্কারের ডাক, পিআর পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান

পুরনো ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ভিপি নুরের

আপডেট সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

রাজশাহী অফিস: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন— “যেসব দল নির্বাচনে পিআর পদ্ধতি চায় না, তারা আসলে কোনো সংস্কারও চায় না। জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে যারা থাকবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত এক গণসমাবেশে নুর বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কারের পথে ছাত্র-জনতার ঐক্যই প্রমাণ করেছে— এ লড়াই কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, বরং জনগণের হাত ধরেই সফল হয়েছে।”
এটি ছিল রাজশাহীতে তার প্রথম গণসমাবেশে যোগদান।

নুর স্মরণ করেন— “২০২৪ সালের জুলাই আন্দোলনে যে স্বপ্নে গণঅভ্যুত্থান হয়েছিল, তার এক বছর পরও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বরং আবারও আমরা পুরনো ফ্যাসিবাদী রূপ দেখছি। পুরনো মডেলের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

নির্বাচন নিয়ে তিনি বলেন, “জরিপে দেখা যাচ্ছে, বিএনপি পাবে ১২ শতাংশ ভোট, জামায়াত ১০ শতাংশ, আর ১৪ শতাংশ ভোটার কাউকে ভোট দিতে চায় না। তাহলে বাকি ভোট যাবে কার কাছে? যারা জনগণের পাশে থাকবে, তারাই পাবে।”

তরুণদের প্রতি আস্থা রেখে নুর বলেন, “আগামী দিনের বাংলাদেশ পরিবর্তনের মূল শক্তি তরুণরা। সমাবেশের লোকসংখ্যা দিয়ে মূল্যায়ন না করে, বিকল্প রাজনীতির প্রস্তাব দিয়ে জনগণকে বোঝাতে হবে।”

বাপ-বেটির শাসন প্রসঙ্গে নুর তীব্র সমালোচনা করে বলেন, “শেখ মুজিবুর রহমান দেশের মানুষের আস্থা রাখতে পারেননি, আর তার মেয়ে শেখ হাসিনা দীর্ঘ শাসনের পর পালিয়ে যাওয়ার ফল পেয়েছেন। জনগণ দুজনের কাছ থেকেই জবাব আদায় করেছে।”

পিআর পদ্ধতির পক্ষে তার দৃঢ় মত— “অন্তত উচ্চকক্ষে এই ব্যবস্থা আসন্ন নির্বাচনে কার্যকর করা জরুরি। এতে ছোট-বড় সব দল সংসদে প্রতিনিধিত্ব পাবে। যারা এই পদ্ধতি চায় না, তারা আসলে সংস্কার চায় না।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মীর মোহাম্মদ শাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আজিজুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সুমন কবিরসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা।

আস্থা