কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত-২, আহত-৫
- আপডেট সময় : ১২:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮০১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে আরও ৫জন আহত খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাঁত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) এবং তাঁর ভাগ্নে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত তিনদিন যাবত ছোটখাটো সংঘর্ষ লেগে আছে কিন্তু প্রশাসন শক্তিশালী পদক্ষেপ না নেওয়ায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে আবার সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারফান সর্দার। গুরুতর আহত অবস্থায় বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন আজ প্রায় তিনদিন যাবত (গত ৭ সেপ্টেম্বর) আধিপত্য বিস্তার নিয়ে ছোটখাটো হট্টগোল হয় , উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে কিন্তু প্রশাসনের ভূমিকা তেমন আমরা দেখিনাই। প্রশাসন ভূমিকা নিলে আমাদের মনে হয় এই হত্যাকান্ড ঘটতো না।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। এ ঘটনায় রাতেই তিন থেকে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।