দুই দিন পর বাস চলছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

- আপডেট সময় : ১১:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০২০ বার পড়া হয়েছে
পরিবহন শ্রমিকদের ধর্মঘটে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে নগরীর পাটগুদাম বাস টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনালে থাকা বাসসহ বিভাগের বাসগুলো ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মাঝে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো নগরীর মাসকান্দা বাসটার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অন্য বাসগুলোও চলছে। এতে সড়কে স্বস্তি ফিরেছে।
এর আগে গত শুক্রবার বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিরোধের জেরে পরদিন শনি ও রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গতকাল রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। অভ্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়।