কিশোরগঞ্জে উশু ও কুংফু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আল জামিয়াতুল ইমদাদিয়া
- আপডেট সময় : ১০:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১০৩২ বার পড়া হয়েছে
চাইনিজ মার্শাল আর্ট উশু ও কুংফু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আল জামিয়াতুল ইমদাদিয়া। ছবি: আস্থা
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত জেলা ভিত্তিক চাইনিজ মার্শাল আর্ট উশু ও কুংফু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন ইভেন্টে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আল জামিয়াতুল ইমদাদিয়া সামগ্রিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।










