হোসেনপুরে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
- আপডেট সময় : ১১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১০৪৭ বার পড়া হয়েছে
ইউএনও কাজী নাহিদ ইভা বাজার ও রাস্তাঘাট ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছে। ছবি: আস্থা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদসহ উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বাজার ও রাস্তাঘাট ঘুরে ঘুরে পথচারী রিকশাচালক, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বৃদ্ধ, মাদ্রাসার শিক্ষার্থী এবং ক্ষুদ্র সবজি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এর আগে উপজেলা প্রশাসন গোবিন্দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং অসুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। শীতার্তদের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।










