শামীম আহমেদ তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধিঃ জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশনায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক তত্ত্বাবধানে, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল নাগাদ শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোড এলাকায় পেঁয়াজের পাইকারী বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পণ্য/সেবার যথাযথমূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক লাভে পণ্য বিক্রয় করার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি পৃথক মামলায় মোট ৩৭০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া, পণ্যের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম আসমা উল হুসনা, বেগম সানজিদা রহমান, জনাব অর্ণব মালাকার ও বেগম শামীমা আফরোজ মারলিজ।
আরও পড়ুনঃ দেওয়ানগঞ্জে মতবিনিময় সভায় নগদ অর্থ বিতরণ